ঘুরে আসুন হাওরের জেলা কিশোরগঞ্জে

শেয়ার করুন         এইতো ক’দিন আগের কথা। নদ-নদীতে সামান্য পানি থাকার কারণে বহু পথ পাড়ি দিয়ে যেতে হতো গন্তব্যে। সে সময় শুকানো হাওরে বোরো ফসল ফলানোর কঠোর পরিশ্রম করতো হাওরবাসী। দুর্গম যোগাযোগ ব্যবস্থার জন্য জমির ফসল হাটে নিতে দুর্ভোগ পোহাতো কৃষকেরা। মাছ বাজারে নেবার আগেই পঁচে যেতো জেলেদের। বর্তমানে রয়েছে এ হাওরাঞ্চলে তিনটি ফেরি, তিনটি বড় সেঁতু আর বিস্তৃত অলওয়েদার সড়ক ও ডুবো সড়ক। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের দৃষ্টির ছোঁয়ায় হাওরবাসী ফিরে পেয়েছে প্রাণ। যোগাযোগে এসেছে প্রাণ চাঞ্চল্যতা। হাওরের ঘরে ঘরে শোভা পাচ্ছে বিদ্যুৎ। কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরের বুক চিঁরে এঁকেবেঁকে চলা দৃষ্টিনন্দন … Continue reading ঘুরে আসুন হাওরের জেলা কিশোরগঞ্জে